seo

[seo][twocolumns]

wifi

[wifi][bleft]

ChomChom (চমচম)


উপকরণঃ


  • ১ কাপ ছানা (১ লিটার দুধ)
  • ১ চা চামচ চিনি
  • ১ চা চামচ সুজি
  • ১ চা চামচ ময়দা
  • মাওয়া পরিমাণমত


সিরা তৈরীর উপকরণঃ


  • ২ কাপ চিনি
  • ৪ কাপ পানি
  • ২ টি এলাচ


প্রস্তুত প্রণালিঃ


প্রথমে চুলায় একটি হাঁড়িতে ৪ কাপ পানির সাথে ২ কাপ চিনি ও ২ টি এলাচ দিয়ে সিরা করতে হবে। সিরা ঘন হওয়া যাবে না। যদি ঘন হয়ে যায় তাহলে পরে গরম পানি দিয়ে পাতলা করে নিতে হবে। এবার একটি পাত্রে ময়দা, সুজি ও চিনি নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে ছানা। ছানা দিয়ে ভাল করে হাত দিয়ে মাখিয়ে ডো করতে হবে। ৮-৯ মিনিট এভাবে মাখাতে হবে। তারপর মিষ্টির সাইজ করে নিতে হবে। এখন ফুটন্ত সিরাতে মিষ্টিগুলো দিতে হবে। এভাবে ৩ ঘন্টা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিতে হবে যে পর্যন্ত বাদামি কালার না আসে। তারপর চুলা বন্ধ করে ১ ঘন্টা রেখে দিতে হবে। এরপর মিষ্টিগুলো নামিয়ে মাওয়াতে গড়িয়ে নিতে হবে। মাওয়া ঘরেও তৈরি করা যায়। ২ টে. চামচ গুঁড়ো দুধ ও ১ টে. চামচ ঘি চুলাতে গরম করলে মাওয়া হবে।

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :


kabab

[kabab][threecolumns]

cars

grids

health